নিজস্ব প্রতিবেদক: পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া যশোরের ঝিকরগাছার অদম্য মেধাবী তামান্না নূরাকে একের পর এক অভিনন্দন জানানো হচ্ছে। সংবর্ধনা ও সম্মাননা জানাচ্ছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এবার তাকে সম্মাননা জানাবে সরকারের আইসিটি মন্ত্রণালয়। ৮ মার্চ বিশ্ব নারী দিবসে তাকে ঢাকায় সম্মাননা জানানো হবে।
তামান্নার বাবা ঝিকরগাছার আলীপুর গ্রামের রওশন আলী গতকাল দৈনিক কল্যাণকে জানান, সরকারের আইসিটি মন্ত্রণালয় আগামীকাল ৮ মার্চ বিশ্ব নারী দিবসে তাকে ঢাকায় সম্মাননা জানাবে। এজন্য পরিবারসহ তামান্নাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
ঝিকরগাছার বাঁকড়া ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নেন তামান্না। বাঁ পা দিয়ে লিখে জিপিএ-৫ পেয়েছেন তিনি। একইভাবে পিইসি, জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন। তিনি ঝিকরগাছার আলীপুর গ্রামের রওশন আলী ও খাদিজা পারভীন দম্পতির মেয়ে। তিন ভাইবোনের মধ্যে তামান্না বড়। দুই হাত ও এক পা নেই তার। শুধু বাঁ পা নিয়ে জন্ম নেওয়া তামান্না শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করেছেন।
তার এই এগিয়ে চলাকে উৎসাহ দিয়ে এরআগে মোবাইল ফোনে কথা বলেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তামান্নার সঙ্গে চার মিনিট কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় তামান্নাকে অভিনন্দন জানিয়ে সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। একই দিন বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহেনাও তাকে ফোন করে পাশের থাকার প্রতিশ্রুতি দেন। অভিনন্দন জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিও।