নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের যশোর সদর উপজেলা পর্যায়ে প্রথম দল হিসেবে শেষ চারে জায়গা করে নিয়েছে ফতেপুর ইউনিয়ন। উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে কোয়ার্টার ফাইনাল ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফতেপুর ইউনিয়ন ২-০ গোলে ইছালী ইউনিয়নকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। এছাড়া একই মাঠে আরো দুটি দু’টি নকআউট পর্বের ম্যাচে অনুষ্ঠিত হয়েছে। ম্যাচগুলোয় জয় পেয়েছে রামনগর ও নরেন্দ্রপুর ইউনিয়ন।
দিনের প্রথম ম্যাচে মাঠে নামে রামনগর ও আরবপুর ইউনিয়ন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শেষ পর্যন্ত রামনগর ইউনিয়ন ২-০ গোলে জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়ন। নরেন্দ্রপুর জয় পায় ২-০ গোলে। এ জয়ের ফলে তারাও চলে যায় কোয়ার্টার ফাইনালে।
দিনের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফতেপুর ইউনিয়নের মুখোমুখি হয় ইছালী ইউনিয়ন। এ ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। দ্বিতীয়ার্ধে ফতেপুর দু’টি গোল আদায় করে নেয়। এ দু’টি গোলেই তারা জয় পেয়ে পৌঁছে যায় সেমিফাইনালে।
