তারেক রহমানের নির্দেশনা জানিয়ে সতর্ক বার্তা
পূর্বে ২২০ জনের বহিস্কার-পদ স্থগিত
বহিস্কার হলেন বাগআঁচড়ার আনোয়ার
নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপি দলের নেতাকর্মীদের দুর্নীতি, চাঁদাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ফের হুশিয়ারি দিয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন সোমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের নির্দেশ মোতাবেক নেতাকর্মীদের অপরাধে না জড়াতে নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে তারেক রহমান এক পোস্টে দুর্নীতির বিরুদ্ধে দলের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন। তারেক রহমান সেখানে বলেছেন দল দুর্নীতি, চাঁদাবাজি ও অসদাচরণকে প্রশ্রয় দেবে না। ইতিমধ্যে নেওয়া বিভিন্ন শান্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বহুমুখী অপপ্রচারের মাঝেও এমন সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে বাস্তবতার পরিপ্রেক্ষিতে এগুলো ছিল অপরিহার্য। শৃঙ্খলা কোন দুর্বলতা নয় বরং সেটিই আমাদের শক্তি।
তারেক রহমান ফেসবুক পোস্টে আরও লিখেছেন, বিএনপির পরিচয় হোক সেবা, ন্যায়বিচার ও দক্ষতার প্রতীক হিসাবে। বিভাজন কিংবা সুবিধাভোগের প্রতীক নয়। গ্রাম থেকে কেন্দ্র পর্যন্ত দলের সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করা হচ্ছে। এর মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায় দলটি।
এদিকে, ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তথা দলের সিদ্ধান্ত অনুসারে যশোর জেলা বিএনপি দলের নেতাকর্মীদের দুর্নীতি, চাঁদাবাজিসহ যে কোন অপরাধমূলক কর্মকাণ্ডে বা অসদাচরণের সাথে জড়িত না হওয়ার জন্য বারংবার সতর্ক করছে। সর্বশেষ গতকালও সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সতর্ক করলো। এর আগে অপরাধ কর্মকাণ্ডে জড়িত প্রায় ২২০ জনের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সর্বশেষ গতকাল বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে বহিস্কার করেছেন। এছাড়া অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটকে জবাবদিহিতার আওতায় আনা হচ্ছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, দলের সকল পর্যায়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের পুনরায় সতর্ক করার পাশাপাশি, দলের মধ্যে বিভাজন তৈরিকারীদেরও দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে কঠোর সাংগঠনিক ব্যবস্থার আওতায় আনা এবং সংশ্লিষ্ট ইউনিট সমূহকেও জবাবদিহিতার আওতায় আনা হবে।
মানুষের সেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য দক্ষতার সাথে ঐক্যবদ্ধভাবে দল পরিচালনা করতে হবে। সুবিধাভোগের মানুষিকতাকারীদের স্থান বিএনপিতে নেই। অতএব, দলের সকল পর্যায়ে এখন ঐক্যবদ্ধতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য দলের সকর ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হচ্ছে।