নিজস্ব প্রতিবেদক
গ্রুপ পর্বের তিন ম্যাচ হেরে রেলিগেশনে নেমে যায় দি নিউ স্টার ক্লাব। রেলিগেশন লড়াইয়ে এসে প্রথম জয়ের দেখা পেয়েছে দি নিউ স্টার ক্লাব। শনিবার শামস্-উল-হুদা স্টেডিয়ামে গ্রীন ডায়মন্ডের করা ১৫০ রান টপকে যায় ৩৩ ওভার ৩ বল ও ৮ উইকেট হারিয়ে। ২ উইকেটে জয়ে লিগে টিকে থাকার লড়াইয়ে কিছুটা এগিয়ে গেল ক্লাবটি।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় গ্রীন ডায়মন্ড ক্লাবের অধিনায়ক আলামিন জুয়েল। ব্যাট করতে দারুন শুরু এনে দেন দুই ওপেনার সাব্বির মাহমুদ ও আলামিন জুয়েল। দুজন মিলে ১১ ওভার ৩ বলে ৬৬ রান যোগ করেন। ওপেনিং জুটি ভাঙ্গার পরই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তাতে নির্ধারিত ৪০ ওভারের তিন বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ১৫০ রান করে। ব্যাট হাতে দলের পক্ষে সাব্বির মাহমুদ ৩৯ বলে ৬ চারে ৩২, আলামিন জুয়েল ৩১, ইয়াসিন আরাফাত ২৬, শাহারিয়ার সুজন ২৫ রান করেন। দি নিউ স্টার ক্লাবের সানি ২০ রানে ৩টি, আবির ১৭ ও নাসির ৩৪ রানে ২টি এবং আরিফুল ও তানভীর একটি করে উইকেট দখল করেন।
জবাবে ব্যাট করতে নেমে ওপেনার রুবেল অর্ধশতকে ৩৩ ওভার ৩ বলে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে দি নিউ স্টার ক্লাব। ৪৪ বলে ফিফটি করা রুবেল শেষ পর্যন্ত ৬৪ বলে ৬টি চার ও ২টি ছয়ে সর্বোচ্চ ৭১ রান করেন। এরপাশে সানি ১৬, আরিফুল ১২ ও নাসির অপরাজিত ১৫ রান করেন। বল হাতে গ্রীন ডায়মন্ডের আলামিন জুয়েল, শাহারিয়ার সুজন ও মাসুদ রানা ২টি করে উইকেট দখল করেন।