নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার অঙ্গীকার গ্রাম হবে শহর ও ভিশন ২০৪১ বিনির্মাণে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে গ্রামে গ্রামে ছুটে চলেছেন অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারি গোলদার।
অভয়নগর উপজেলার শুভরাড়া ইউনিয়নের হিদিয়া মাদ্রাসা সংলগ্ন বাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প, ওষুধ বিতরণ ও ডায়াবেটিকস পরীক্ষা সেবা প্রদান করেন। এদিন অধ্যাপক ডা. নিকুঞ্জ বিহারি গোলদার দিন ব্যাপী শুভরাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন ও নৌকায় পক্ষে ভোট চান এবং বিকাল ৩ থেকে রাত ৮ টা পর্যন্ত হিদিয়া মাদ্রাসা সংলগ্ন বাজারে ফ্রি মেডিকেল সেবা প্রদান করেন। তিনি প্রায় দুই শত রোগীকে বিনামূল্যে সেবা প্রদান করেন।
এ সময় তার সফর সঙ্গী ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য গোলাম মোস্তফা, ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ হোসেন ডলার, ওয়ার্ড কমিটির সদস্য আনিসুর, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির জেলা সভাপতি এম এ গফুর, গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির অভয়নগর উপজেলার সভাপতি সুজন আহম্মেদসহ আরো অনেকে।
