অস্ত্র গুলি উদ্ধার, আটক ৩
নিজস্ব প্রতিবেদক: যশোরের অভয়নগরের সুন্দলী ইউনিয়নের নবনির্বাচিত মেম্বার উত্তম সরকার হত্যাকা-ের মূল শ্যুটার অজয় বিশ্বাসসহ ৩ চরমপন্থিকে আটক করেছে ডিবি পুলিশ। তাদের কাছ থেকে হত্যাকা-ে ব্যবহৃত ২টি ওয়ান শ্যুটারগানসহ ও ২ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার আদালতে সোপর্দ করলে তাদের দুইজন হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাদী হাসান দুইজনের জবানবন্দি গ্রহণ করেন। এদিন ৩ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।
আটককৃতরা মনিরামপুরের পাঁচকড়ি গ্রামের সহদেব বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস, পাঁচকাটিয়া গ্রামের নির্মল পাড়ের ছেলে পলাশ পাড়ে ও অভয়নগরের কচুয়া গ্রামের প্রফুল্ল বিশ্বাসের ছেলে সাধন বিশ্বাস।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই শামীম হোসেন জানিয়েছেন, আটকরা কথিত নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির সদস্য। গোপন তথ্যের ভিত্তিতে মেম্বর উত্তম সরকার হত্যার সাথে জড়িত পলাশ পাড়েকে গত সোমবার বিকেলে মনিরামপুর থেকে আটক করা হয়। এরপর তার দেয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে তার গ্রামের বাড়ি থেকে শ্যুটার অজয় বিশ্বাসকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি ওয়ান শ্যুটারগান, ২ রাউন্ড বন্দুকের গুলি ও ৩ রাউন্ড বন্দুকের গুলির খোসা উদ্ধার করা হয়। পরবর্তীতে অজয় বিশ্বাসের স্বীকারোক্তিতে সাধন বিশ্বাসকে তার বাড়ি থেকে আটক করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটক ৩ জনই সরাসারি হত্যা মিশনে অংশ নিয়েছিলো। তাদের নেতা কিরনের নির্দেশে উত্তম সরকারকে তারা হত্যা করেছিল। উত্তম সরকারকে গুলি করেছিলেন অজয় বিশ্বাস। সরাসারি হত্যা মিশনে অংশ নেয়া এই ৩ জন ছাড়া এর আগে ইকরামুল গোলদার ওরফে জুয়েল নামে আরও একজনকে আটক করা হয়েছে। এ নিয়ে উত্তম সরকার হত্যার ঘটনায় ৮ জনকে আটক করা হয়েছে। সরাসরি হত্যা মিশনে মোট ৬ জন অংশ নিয়েছিলেন। বাকী ২ জনকে আটকের চেষ্টা চলছে।
তিনি আরো বলেন, আটক অজয় বিশ্বাস, সাধন বিশ্বাস ও পলাশ পাড়েকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। এর মধ্যে অজয় বিশ্বাস ও সাধন বিশ্বাস আদালতে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
গত ১০ জানুয়ারি সন্ধ্যায় অভয়নগর হরিশংকরপুর গ্রামে নিজ বাড়ির কাছে চরমপন্থিরা উত্তম সরকারকে গুলি চালিয়ে হত্যা করে। চাঁদার টাকা না দেয়ায় অটক আসামিরা তাকে হত্যা করেছে বলে ডিবি পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে।