কল্যাণ রিপোর্ট: যশোরের অভয়নগরের শুভড়াড়া ইউনিয়নের বাশুয়াড়ী ভোট কেন্দ্রে হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামি করে মামলা হয়েছে। সোমবার ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমদাদ হোসেন বাদী হয়ে অভয়নগর থানায় এ মামলা করেন।
পুলিশ ঘটনার সাথে জড়িত অভিযোগে ৫ জনকে আটক করেছে। আটকরা হলো হিদিয়া গ্রামের মাসুম মোড়ল, আব্দুর রাজ্জাক, শহিদুল বিশ্বাস, সালমান শেখ ও জাকির মোল্লা।
মামলার অভিযোগে জানা গেছে, রোববার অভয়নগর উপজেলার সকল ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। শুভরাড়া ইউনিয়নের বাশুয়াড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অন্যান্য কেন্দ্রের মত সকল ৮ থেকে ভোট গ্রহণ শুরু হয়। দুপুরে একদল লোক কেন্দ্রের বাইরে গুজব ছড়িয়ে উত্তেজনা সৃষ্টি করছিল। বিষয়টি বুঝতে পেরে প্রিজাইডিং অফিসার প্রশাসনের সহযোগীতা চান। পুলিশসহ আইনশৃঙ্খলায় নিয়োজিত বাহিনী এসে তাৎক্ষণিক উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। দুপুর আড়াইটার দিকে নির্বাচনে ভোট গ্রহণ বানচালের উদ্দেশ্যে একদল লোক পুলিশি বাধা উপেক্ষা করে ভোট কেন্দ্রে হামলা করে। এ সময় হামলাকারীরা ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জম লুটপাটের চেষ্টা ও দায়িত্বরাত কর্মকর্তাদের মারপিট করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে প্রিজাইডিং অফিসার পুলিশকে গুলি করার নির্দেশ দেন। এ সময় বিভিন্ন অস্ত্র দিয়ে ৩২ রাউন্ড গুলি করে পুলিশ। আধাঘন্টা ভোট বন্দ ছিল কেন্দ্রে। পরিকল্পিত ভাবে ভোট কেন্দ্রে হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে তিনি এ মামলা করেছেন। পুলিশ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করে। গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম ওই ৫ জনকে আদালতে সোপর্দ করেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
সর্বশেষ
- লাখো কণ্ঠের অভ্যর্থনায় স্বদেশে তারেক রহমান, বিশ্বমাধ্যমে ‘বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী’
- তরুণদের উচ্ছ্বাস, পতাকা আর স্লোগান : ঢাকায় ঝড় তুলল যশোর বিএনপি
- উই হ্যাভ অ্যা প্ল্যান : তারেক রহমান
- মাতৃভূমিতে তারেক রহমান
- যশোর-১ শার্শা আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন নুরুজ্জামান লিটন
- হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, রাত ১২টা ১৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট
- যশোর-৬ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন আজাদ
- বিপিএলে রাজশাহী ওয়ারিয়ার্সের ম্যানেজার হলেন যশোরের ঝড়ু