নিজস্ব প্রতিবেদক
নভেম্বরের প্রথম সপ্তাহে মাঠে গড়াবে যশোর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শামস্-উল-হুদা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হবে। জেলার আটটি উপজেলা নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। উপজেলা গুলোকে দু’টি গ্রুপে ভাগ করে নকআউট পদ্ধিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে যশোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া চ্যাম্পিয়ন ও রানারআপ দলের জন্য প্রাইজমানির পাশাপাশি প্রতিটি খেলার সেরা খেলোয়াড়কেও পুরস্কার প্রদান করা হবে। প্রতিটি খেলা শেষে অনুষ্ঠিত হবে র্যাফেল ড্র। টুর্নামেন্টের উদ্বোধনের সম্ভাব্য তারিখ ধরা হয়েছে ৮ নভেম্বর।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহসভাপতি গোলাম রেজা দুলু, দৈনিক লোকসমাজ পত্রিকার প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, যশোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্পাদক তানভীরুল ইসলাম সোহান, জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশ, বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার সভাপতি শাহ জালাল, ক্রীড়া সংগঠক এ বি এম আখতারুজ্জামান, সোহেল মাসুদ হাসান টিটো, হালিম রেজা, কাজী জামাল প্রমুখ।
