নিজস্ব প্রতিবেদক
আবাহনী ক্রীড়া চক্র ও শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতির মধ্যেকার প্লে-অফের প্রথম ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়। তাতে আবাহনী বাদলের দায় কম ছিল না। সহজ কয়েকটি সুযোগ পেলেও তা থেকে গোল আদায় করতে ব্যর্থ হন আবাহনী এ স্ট্রাইকার। তবে শুক্রবার সরকারি নওয়াপাড়া কলেজ মাঠে আর সুযোগ হাতছাড়া করেননি বাদল। করেছেন দুই গোল। বাদলের এই দুই গোলে যশোর বঙ্গবন্ধু প্রথম বিভাগ ফুটবল লিগের গ্রুপের শ্রেষ্ঠত্বের মীমাংসা হয়েছে। শহীদ মুক্তিযোদ্ধা মঈন স্মৃতি সংসদকে ২-০ গোলে হারিয়ে লিগের ‘ক’ গ্রুপের সেরা হয়েছে আবাহনী ক্রীড়া চক্র যশোর।
ম্যাচের ২৭ আবাহনীকে প্রথম আনন্দের উপলক্ষে এনে দেয় বাদল। তাজামুলের পাস থেকে দূর পাল্লার শটে গোল করেন বাদল। বাদলের এই গোলে এগিয়ে থেকে প্রথমার্ধের বিরতিতে যায় আবাহনী ক্রীড়া চক্র। ৬১ মিনিটে ম্যাচের দ্বিতীয় গোলেও অবদান ছিল এই দুজনের। তাজামুলের পাস থেকে দর্শনীয় প্লেসিং শটে গোল করেন বাদল। ফাইনাল অনুষ্ঠিত হবে ২০মে। এর আগে ১৭ ও ১৮ মে অনুষ্ঠিত হবে লিগের দুই সেমিফাইনাল।
ম্যাচ শুরুর আগে সাবেক ফুটবলার আব্দুর রাজ্জাকের স্ত্রী শেফালী খাতুনের মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।
