দিন দিন শীতের তীব্রতা বেড়ে চলছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে সূর্যের আলোর দেখা মিললেও সর্বনিম্ন তাপমাত্রা ৯ এর ঘরেই থাকছে।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ এর ঘরে এবং এই উপজেলার অন্যান্য স্থানে তাপমাত্রা ১০ ডিগ্রির ওপরে রয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) তাপমাত্রা আরও কমে যেতে পারে। উত্তরাঞ্চলে দেখা দিতে পারে মৃদু শৈত্যপ্রবাহ। এসব তথ্য জানিয়েছে আবহাওয়াবিদরা।
আবহাওয়াবিদরা বলেন, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সকালের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।
তিনি জানান, শুক্রবার সকালে রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস।