চুড়ামনকাটি ( যশোর) প্রতিনিধি
রোববার দিবাগত রাতে যশোর সদরের চুড়ামনকাটি ইউনিয়নের দোগাছিয়া আহসাননগর গ্রাম থেকে ৫টি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গরুর মালিক আহসাননগর গ্রামের সিরাজুল ইসলাম বলেন, প্রতিদিনের ন্যায় রাতে আমার গোয়াল ঘরে গিয়ে ৪টি গরুর খাবার দিয়ে আমরা ঘুমিয়ে পড়ি। ভোর রাতে ঘুম থেকে উঠে আবারও গোয়ালে গরুর খাবার দিতে গিয়ে দেখি গোয়ালে থাকা ৪টি গরুর একটা গরুও নেই। চোরেরা আমার গোয়াল ঘরের তালা ভেঙ্গে গরু গুলো নিয়ে গেছে।
একই রাতে পাশের বাড়ির মৃত শের আলীর ছেলে জাহিদ হোসেনের একটা গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ করা হবে বলে জানা গেছে।
