ইটভাটায় কাজ করা শ্রমিকরা অমানবিক শারীরিক-মানসিক নির্যাতনের মধ্যে জীবন কাটান। ৮ ঘণ্টার বেশি কায়িক শ্রম, সাপ্তাহিক ছুটি নেই। কম বেতন হওয়া সত্ত্বেও কাজ হারানোর শঙ্কায় কোনও দাবির আওয়াজ তোলেন না। দশকের পর দশক একই কাজ করে চলা এই শ্রমিকরা নিজেদের অধিকার বুঝে নেওয়ার কথা জানেন না। কেবল জানেন এই টাকায় পেট চলে না। যশোরে একটি ইটভাটায় এই চিত্র দেখা যায়। শ্রমিকরা বলছেন, তারা বিচ্ছিন্নভাবে দিনমজুর। কোনও সংগঠনের মাধ্যমে অধিকার আদায়ের কথা বলার বিষয়ে তাদের জানা নেই। ছবি গুলো যশোরের রুপদিয়া গ্রাম থেকে তুলেছেন আমাদের আলোকচিত্রী ইলিয়াস সাজু



