ডেস্ক রিপোর্ট : ২০২২ সালের শুরুটা বাংলাদেশ ক্রিকেট টিম, ক্রিকেট ইতিহাসে নাম লিখিয়ে পথ চলা শুরু করল। প্রথমবারের মত নিউজিল্যান্ডের মাটিতে ক্রিকেটের যে কোন সংস্করণে প্রথম জয় পেল বাংলাদেশ।
মাউন্ট মঙ্গানুই টেস্টে আট উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে টেস্টে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেলো বাংলাদেশ।
এই জয়ের মাধ্যমে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ। নয়ই জানুয়ারি হ্যাগলি ওভালে হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট।
নিউজিল্যান্ড পাঁচ উইকেটে ১৪৭ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল ।
শেষ দিনে ১০.৪ ওভারের মধ্যেই ২২ রান যোগ করার পর অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। তাদের সংগ্রহ দাঁড়ায় ১৬৯ রান।
ফলে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিল মাত্র ৪০ রান। দুই উইকেট হারালেও সহজেই জয় তুলে নেয় টাইগাররা।
এই জয়ের মাধ্যমে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট, ওয়ানডে, টি-টুয়েন্টি- সব সংস্করণ মিলিয়ে ৩২-ম্যাচ হারার পর প্রথম জয় পায় বাংলাদেশ। অপরদিকে নিউজিল্যান্ড দল নিজ দেশের মাটিতে টানা ১৭ টেস্টের অপরাজেয় জয়ের পর হেরে গেল বাংলাদশের কাছে।
ঐতিহাসিক এই জয় উপলক্ষে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে কল্যাণ পরিবার।