নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার পদ্মাকর গ্রাম থেকে ৬৪০ পিস ইয়াবা টেবলেটসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো পদ্মাকর ইউনিয়নের চাপড়ী গ্রামের দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে দীপ্ত কুমার বিশ্বাস (৩২) ও শৈলকুপা উপজেলার দেবতলা গ্রামের ইখতিয়ার মন্ডলের ছেলে জাহিদ হাসান (৩৫)।
ঝিনাইদহ সদর থানার ওসি শাহীন উদ্দিন জানান, পদ্মাকর গ্রামে মাদক কেনোবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানার হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ আহসানুর রহমান সেখানে অভিযান চালান। সেসময় দীপ্ত কুমার ও জাহিদ হাসান নামের দুইজনকে আটক করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৪০ পিচ ইয়াবা টেবলেট এবং মাদক বিক্রির নগদ ২৫ হাজার টাকা।
এ ঘটনায় সদর থানায় মামলা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।