নিজস্ব প্রতিবেদক
বিজয়ের দিবসকে স্মরনীয় করে রাখতে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের উদ্যোগ বীর মুক্তিযোদ্ধা গাজী মহিউদ্দিনকে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
শনিবার সকালে শহরের বেজপাড়া রানার অফিস মোড়ে অবস্থিত বীর মুক্তিযোদ্ধার বাসভবনে গিয়ে সম্মাননা ও উপহার সামগ্রী প্রদান করেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা।
এসময় ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের এডমিন ইয়ামন আলম পিয়াল জানান, ইয়ামাহা রাইডার ক্লাব দীর্ঘদিন ধরে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় বিজয় দিবসে তাদের এই সামান্য প্রচেষ্টা।
তাদের এধরনের কাজে সব সময় সহযোগিতা করার জন্য এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, আর এস এম সাউথ জোন তানভীর সজীব, টেরিটোরি অফিসার জহিরুল ইসলাম সুজন, এস আর অরিয়ান মোটরস এর ডিলার রিফাত, ইয়ামাহা রাইডার ক্লাব যশোরের মডারেটর শরীফ সহ সকল মেম্বারকে ধন্যবাদ জানায়।