নিজস্ব প্রতিবেদক
যশোর দ্বিতীয় বিভাগ টায়ার-১ ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে শহীদ মুক্তা স্মৃতি সংসদ। বুধবার উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে তারা ৪ উইকেটে প্রাইম ক্রিকেট কোচিং সেন্টারকে পরাজিত করে।
প্রাইম ক্রিকেট কোচিং সেন্টারের অধিনায়ক নাদিম খান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ব্যাট করতে নেমে নির্ধারিত ২৫ ওভারের ৪ বল বাকি থাকতে সব কয়টি উইকেট হারিয়ে ১৭৯ রান করে। জবাবে ব্যাট করতে নেমে আবু হানিফ ও তৌহিদের অপরাজিত অর্ধশতকে ২০ ওভার ৫ বলে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে শহীদ মুক্তা স্মৃতি সংসদ।
ব্যাট হাতে প্রাইম ক্রিকেট কোচিং সেন্টার ৪৩ বলে চারটি ও একটি ছয়ে সর্বোচ্চ ৩৯, রাফি ২৭ বলে সমান তিন চার ছয়ে ৩৮, সুমন ২২, প্রিয় অপরাজিত ১৬ রান করেন। বল হাতে শহীদ সাব্বির হোসেন ইমন ২১ রানে ৩টি, হাসিব ২০ ও তাওহিদ ২১ রানে ২টি করে এবং আবু হানিফ ইসলাম ও তানজিম ইসলাম একটি উইকেট দখল করেন।
ব্যাট হাতে শহীদ মুক্তা স্মৃতির আবু হানিফ ঝড় তোলেন। ২৪ বলে করেন অপরাজিত ৬৪ রান। ৩৭ মিনিটে ক্রিজে থেকে ৩টি চারের সাথে মারেন ৮টি ছয়ের মার। এরপাশে তৌহিদ ৬১ বলে ৫টি চার ও ২টি ছয়ে ৫১ ও হাসান আল মামুন ৩০ রান রান করেন।
বল হাতে প্রাইম ক্রিকেট কোচিং সেন্টারের রাফি ও রাসেল ২টি করে এবং অনিক ও হাসিফ একটি উইকেট দখল করেন।
এর আগে সকালে প্রধান অতিথি যশোর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব কবির প্রতিযোগিতার উদ্বোধন করেন। সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক এমএ আকসাদ সিদ্দিকী শৈবালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপশহর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পরিতোষ কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে ক্রীড়া সংগঠক নিবাস হালদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন যশোর জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ ও ক্রিকেট পরিষদের সম্পাদক সোহেল মাসুদ হাসান টিটো ও দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগের সম্পাদক শিমুল বিশ্বাস।
এবারের মৌসুমে ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে লিগের প্রথম পর্বে অংশ গ্রহণ করছে। চার গ্রুপের সেরা চার দল নিয়ে হবে সুপার ফোর পর্ব।
