নিজস্ব প্রতিবেদক
যশোরের উপশহরে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসায়ী ছেলেকে করা গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার মা নাসরিন আক্তার বিলকিসের পেটে বিদ্ধ হয়। গত ১৫ আগস্ট দিবাগত গভীর রাতের ওই ঘটনায় ১৭ আগস্ট রাতে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে।
আহত নাসরিন আক্তার বিলকিস সদর উপজেলা মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক ও উপশহর বি-ব্লকের মৃত শুকত আলী স্ত্রী। এই ঘটনায় ব্যবসায়ী ছেলে সাজ্জাদ হোসেন রুপম বাদী হয়ে চারজনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৫/৬জনের বিরুদ্ধে মামলা করেছেন।
আসামিরা হলো, বিরামপুর ভাটাপাড়ার নজরুল ইসলামের ছেলে মামুন হোসেন (৩০), উপশহর ডি-ব্লকের মনিরুদ্দিনের ছেলে হাবিবুর রহমান টমাস (৩২), সি-ব্লকের শঞ্জুনর আলমের ছেলে সৈয়দ মুনসুর আলম (৪২) ও আতাউর রহমানের ছেলে খান আরিফুজ্জামান সবুজ (৩২)।
বাদী সাজ্জাদ হোসেন রুপম একটি বেসরকারি কুরিয়ার সার্ভিসে চাকরি করেন। পাশাপাশি উপশহর বাজারে তার রাইয়ান ফ্যাশন নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। আসামিদের সাথে তার দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছিলো। সে কারণে তার ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিসহ জীবন নাশে হুমকি দিয়ে আসছিলো। গত ১৫ আগস্ট দিবাগত গভীর রাত ২টার দিকে বাসা থেকে বের হয়ে বাজারে ব্যবসা প্রতিষ্ঠানটি দেখতে যান সাজ্জাদ হোসেন রুপম। বাজারের এরশাদের চায়ের দোকান থেকে বিস্কুট ক্রয় করে বাসার দিকে রওনা করেন। বাসার সামনে পৌঁছানো মাত্র আসামিরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এসময় গুলি লক্ষ্যভ্রষ্ট হলে ঘরের জানালার কাঁচ ভেঙ্গে তার মায়ের পেটে বিদ্ধ হয়। তাদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসার আগেই আসামিরা পালিয়ে চলে যায়। পরে তার মাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।