বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা এবার সামনে এলেন একেবারেই অন্যরকম এক লুকে। তাকে দেখে কমবয়সী এক তরুণীর মতো লাগছে।
নব্বই দশকে ক্যারিয়ার শুরু করেন এই নায়িকা। আড়াই দশক পেরিয়ে গেলেও এখনও সেই লাস্যময়ী হয়েই আছেন তিনি।
ফেসবুকে বেশ সরব অভিনেত্রী তাইতো নিয়মিত ভক্তদের সঙ্গে যুক্ত থাকেন এবং তাকে ভালোবাসা ও প্রশংসায় ভরিয়ে দেন সকলে; বিশেষ করে তার অপরিবর্তিত রূপের জন্য। তাই তো পূর্ণিমার নতুন লুক দেখে ফের চমকে উঠল তার ভক্তরা।
সম্প্রতি পূর্ণিমা তার ফেসবুকে কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যা তার ভক্তদের নজর কেড়েছে। ছবিগুলোতে তাকে দেখা যায় নতুন লুকেই। পরেছেন সিল্কি কালো পোশাক, চুলে ব্রাউন কালার, সঙ্গে ওয়েভি স্টাইল। এছাড়াও তার পোজ ও হাসিতেও বেড়ে যায় লাবণ্যও। ক্যাপশনে লিখেছেন, ‘আমার নতুন লুক; আর নতুন লুক মানেই নতুন ভাইব!’
তবে ঘুরে ফিরে সেই একইরকম মন্তব্যই চোখে পড়ে পূর্ণিমার মন্তব্যঘরে। একজন লিখেছেন, ‘আপনি আগের মতোই সুন্দর’, আরেকজন লিখেছেন, ‘একটুও বয়স বাড়েনি’। আবার তার লুক-স্টাইলেরও প্রশংসা করেন অনেকে।
জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হয় তার। কাজী হায়াৎ পরিচালিত ‘ওরা আমাকে ভাল হতে দিল না’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে তিনি তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
আরও পড়ুন: চুরির অপবাদে কুকুর লেলিয়ে দিয়ে যুবককে নির্যাতন, আটক ৩