নিজস্ব প্রতিবেদক
যশোর অটিজম ও এনডিডি সেবাকেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার এনডিডি সেবাকেন্দ্র হলরুমে দিনব্যাপী অটিস্টিক সেরিব্রাল পালসি রোগীদের অভিভাবকদের এক্টিভিটি অফ ডেইলি লিভিং বা এডিএল প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
এনডিডি শিশু ও ব্যক্তিদের অভিভাবকগণকে দৈনন্দিন কাজকর্ম হাতে কলমে শেখানোর জন্য এডিএল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও শিশুদের অভিভাবকদের নিয়ে এ বিশেষ প্রশিক্ষণ কর্মশালার প্রশংসা করেন। এই সেবাকেন্দ্রের সেবা কার্যক্রমের প্রচার প্রচারণার জন্য জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতা থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন এবং প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন যশোর ডিজএবিলিটি ও রিহ্যাবিলিটেশন, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের সহকারী পরিচালক মো. লিটন। এছাড়া কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন যশোর ক্যান্টনমেন্টের ক্লিনিক্যাল অকুপেশনাল থেরাপিস্ট প্রয়াস এর হাসানাত পারভেজ।
আরো প্রশিক্ষণ প্রদান করেন কনসালটেন্ট (ফিজিওথেরাপি), অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র যশোরের ডা. মিল্লাত হোসেন, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র যশোরের কনসালটেন্ট (মেডিসিন) ডা. তামান্না আহমেদ রিনি, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র যশোরের কনসালটেন্ট (সাইকোলজি) সাব্বির আহমদ, অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্র যশোরের ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার (সিএসডব্লিউ) মীম আল মামুন প্রমুখ।
কর্মশালায় অভিভাবকগণ কিভাবে এনডিডি রোগীদের দৈনন্দিন কর্মকাণ্ড-গুলো হাতে-কলমে শেখাতে পারবেন, তাদের দৈনন্দিন কাজগুলো করতে কিভাবে সহায়তা করবেন তা হাতে কলমে শেখানো হয়। কর্মশালায় প্রায় ৫০ জন অভিভাবক অংশগ্রহণ করেন।