নিজস্ব প্রতিবেদক
যশোর এমএসটিপি গার্লস স্কুল এন্ড কলেজে বৃহস্পতিবার সকালে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়। অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক ফারজানা করিম, সহকারী শিক্ষক বিদেশ সরকার, স্মৃতিকনা ঘোষ, গোবিন্দ চন্দ্র মল্লিক, প্রসেন বিশ্বাস প্রমুখ।
অভিভাবক সমাবেশে অধ্যক্ষ খায়রুল আনাম বলেন, ছাত্রীদের লেখাপড়ায় মনযোগী হতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তান নিয়মিত স্কুলে আসছে কিনা, বাড়িতে লেখাপড়া করছে। সে বিষয়ে বাবামাকে খেয়াল রাখতে হবে। সে লেখাপড়ায় ফাঁকি দিলে, নিয়মিত স্কুলে না আসলে ফলাফল খারাপ করবে।