কপিলমুনি প্রতিনিধি
দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী উপশহর কপিলমুনিতে পুলিশ পরিচয়ে ডিম ব্যবসায়ী রবিউল ইসলাম গাজীর (৪৩) লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ী নাজিরপুর গ্রামের বাসিন্দা।
রোববার কপিলমুনি তরকারি চাঁদনীতে প্রতিদিনের মত বেচাকেনা শেষে বাড়ি যাওয়ার পথে সাবেক ইউপি চেয়ারম্যানের বাড়ির কাছে পৌছালে ২ টি মোটরসাইকেলে ৪ জন পথরোধ করে পুলিশ পরিচয়ে তার টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে। এবং তাকে মোটরসাইকেলে তুলে নিয়ে পাইকগাছা ও ডুমুরিয়ার সীমান্তবর্তী মাগুরখালী নামক ফাঁকা স্থানে ফেলে রেখে চলে যায়।
এ ঘটনায় রবিউল অজ্ঞাত ৪ জনের নামে থানায় অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় সহকারী পুলিশ সুপার ডি সার্কেল রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা ওসি রফিকুল ইসলাম বলেন, অপরাধীদের দ্রুত খুজে বের করে কঠোর ব্যবস্থা নেয়া হবে।