কপিলমুনি প্রতিনিধি
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে ফুটবল খেলতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। কপিলমুনিস্থ নগরশ্রীরামপুরের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও কপিলমুনির ফুটবলার মুন্সি আব্দুর রহমান (৫১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার বিকেলে কপিলমুনি সহচরী বিদ্যামন্দির এন্ড কলেজ মাঠে ফুটবল খেলা চলাকালীন সময়ে বল মারতে গিয়ে আহত হন তিনি। প্রথমে তাকে স্থানীয় ক্লিনিকে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। এদিকে মুন্সি আব্দুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কপিলমুনি ক্রিড়া শিক্ষা প্রতিষ্ঠান কেকেএসপির কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
