কপিলমুনি প্রতিনিধি: কপিলমুনির ভৈরবঘাটা এলাকায় প্রকাশ্য দিবালোকে চিংড়ি ঘেরে সশস্ত্র হামলা করে ঘের মালিককে পিটিয়ে পা ভেঙে ঘেরের জবর দখল নিয়েছে দুর্বৃত্তরা। বর্তমানে ঘের মালিক মুজিবর রহমান খান (৪৫) খুমেক হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তার স্ত্রী ববি খাতুন পাইকগাছা থানায় এজাহার দিয়েছেন।
অভিযোগে প্রকাশ, উপজেলার কাজীমুছা গ্রামের মুজিবর রহমান খাঁন গত প্রায় দু’যুগ ধরে পার্শ্ববর্তী ভৈরবঘাটা মৌজায় পৈত্রিক ও ইজারা সূত্রে প্রায় ৬ বিঘা জমিতে চিংড়ি চাষ করে আসছেন। ঘটনার দিন ৩ এপ্রিল সকাল আনুমানিক ১০ টার দিকে ভৈরবঘাটা আদর্শ গ্রামের বাসিন্দা জনৈক জালাল হোসেন দেশীয় অস্ত্রসহ বহিরাগত অন্তত ১০/১২ জনকে সাথে নিয়ে ঘেরে হানা দেয়। ঘের দখলের খবরে তিনি ও তার স্ত্রী ববি খাতুন ঘেরে পৌঁছালে তারা সংঘবদ্ধভাবে মুজিবরকে বেধড়ক মারপিট করে তার একটি পা ভেঙে দেয়। এসময় তার স্ত্রী ববি তাকে ঠেকাতে এগিয়ে গেলে তারা তাকেও মারপিট করে। মুজিবরের ভাই স্থানীয় সাংবাদিক রফিকুল ইসলাম খাঁন জানান, হামলাকারী জালাল দাবি করেন যে, ওই ঘেরের মধ্যে তার প্রায় ১ একর জমি রয়েছে। বিষয়টি নিয়ে এর আগে একাধিকবার বিভিন্ন জায়গায় বসাবসি হলেও জালাল ওই জমির কোন কাগজ-পত্র দেখাতে পারেনি। এরপর ঘেরটি জবর দখলে বিভিন্ন সময় পায়তারা চালাতে থাকে এবং সর্বশেষ ১ রমজান সুযোগ বুঝে তারা জোরপূর্বক ঘেরটির দখল ও তার ভাইকে মারপিট করেছে। এ ঘটনায় মুজিবরের স্ত্রীর অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সর্বশেষ
- যশোরে পাউবো’র কর্মচারী মহাসিন আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
- নড়াইলে পাচারকারী চক্রের ফাঁদে শিমুল শেখ, চক্রের দুই সদস্য’র নামে মামলা
- দুর্গাপূজা উপলক্ষে যশোরে সম্প্রীতি শোভাযাত্রা
- মেয়াদ শেষেও টাকা না দেয়ায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৪ জনের নামে যশোরে মামলা
- খাগড়াছড়িতে স্কুলশিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে সংঘর্ষে অন্তত ৩ জন নিহত
- যশোরে ফুলকুঁড়ির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
- ক্ষমতায় গেলে এজেন্ডা কী হবে জানতে চাইল ইইউ, যা বলল জামায়াত
- যশোর জেলা প্রশাসকের সাথে ক্রীড়া সংগঠকদের মতবিনিময়