কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে স্বেচ্ছাসেবী যুব সংগঠন কালীগঞ্জ ইয়ুথ এগেইনস্ট হাঙ্গারের কমিটি ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যবাহী এই যুব সংগঠনের (২০২৪-২৫) মেয়াদে ফাওজুর রহমান সাবিত সভাপতি, এহতেশাম রফিক সাধারণ সম্পাদক ও তানভীর হোসেন মুন্না সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। সোমবার শহরের বলিদাপাড়াস্থ্য সুনিকেতন সেমিনার কক্ষে কাউন্সিল ও আলোচনা শেষে কমিটি ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ইয়ুথ এগেইনস্ট হাঙ্গার নামের ওই সংগঠনটি কালীগঞ্জের বিভিন্ন সামাজিক দাবী আদায়ে আন্দোলন, শীতার্তদের মাঝে শীতবস্ত্র, অসহায়দের খাবার বিতরণ, দরিদ্রদের শিক্ষাবৃত্তি প্রদানে সহায়তা ও মাদকের বিরুদ্ধে আন্দোলনসহ নানা সেচ্ছাসেবী কাজ করে আসছে।
কমিটিতে সহ-সভাপতি পদে ইতি ব্যানার্জী, সহ-সাধারণ সম্পাদক শেখ সাদী বিন হাফিজ, অর্থ সম্পাদক তুলি বিশ্বাস, তথ্য ও যোগাযোগ সম্পাদক জয়া বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দ্বীপ কুমার সাহা, ক্যাম্পেইন সম্পাদক স্বাদিকুন নাহার নির্বাচিত হয়।
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে চুমকি খাতুন, ফাতেমা খাতুন, মাহফুজুর রহমান, পারভেজ রহমান, শারমিন জাহান ও আকিদুল ইসলাম অন্তভূক্ত হয়।
কমিটি গঠনের আগে এক আলোচনায় অংশ নেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের প্রোগ্রাম অফিসার শাহজাহান আলী বিপাশ, প্রত্যুষ বিশ্বাস, বিকশিত নারী ও শিশু কল্যাণ সংস্থার সভানেত্রী মনোয়ারা খাতুন ও সাম্পাদিকা মেহেরুন নেছা প্রমুখ।