কালীগঞ্জ (ঝিনাইদহ ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদপত্র বিতরণকারী সমিতির ২০২২ সালের কমিটি গঠন হয়েছে। এতে সভাপতি ইকবাল হোসেন রাজু এবং সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন নির্বাচিত হয়েছেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক সচিন বাবু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক, ফেরদৌস, রশিদুজ্জামান রশিদ, পরিতোষ কুমার, বজলুর রহমান, জামির হোসেন ও ইলিয়াস হোসেন।
সংবাদপত্র বিতরণকারী সমিতির সদ্য গঠিত কমিটির সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, সাধারণ সম্পাদক সাবজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক তারেক মাহমুদসহ সাংবাদিক টিপু সুলতান, হাবিব উসমান, শাহজাহান আলী বিপাশ, মোমিনুর রহমান মন্টু, রফিকুল ইসলাম মন্টু, আরিফ মোল্লা, রিয়াজ মোল্যা, আশিকুর রহমান সোহাগ, ফিরোজ আহম্মেদ ও মানিক ঘোষসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।