কেশবপুর (যশোর) প্রতিনিধি
ঘের দখলে বাধা দেয়ায় কেশবপুরের ত্রিমোহিনী ইউনিয়নের চেয়ারম্যান এসএম আনিছুর রহমানের হাতে এক ব্যক্তি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
উপজেলার চাঁদড়া গ্রামের নজরুল ইসলামের একটি ঘের জবর দখলে নিতে ত্রিমোহিনী ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান খুটো মেরে রাখেন। রোববার খবর পেয়ে ওই খুটো উঠিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান আনিস ও আব্দুর রশিদসহ একদল ব্যক্তি ঘের মালিক নজরুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এলাকাবাসী গুরুতর আহত নজরুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় নজরুল ইসলাম কেশবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যানের ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিলেও তিনি রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। কেশবপুর থানার ওসি তদন্ত শুভ্র প্রকাশ দাশ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
