কেশবপুর(যশোর) প্রতিনিধি
যশোরের কেশবপুরে এক স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ শফিকুল ইসলাম (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে শুক্রবার যশোর আদালতে সোপর্দ করেছে।
উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের পরচক্রা গ্রামের এমআর মঈনের বাড়িতে এক স্বামী পরিত্যক্তা নারী (১৯) দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করতেন। গত ২৮ জুন কাজ শেষে রাত সাড়ে ৮ টার দিকে ওই গৃহকর্মী বাড়ি যাওয়ার পথে একই গ্রামের সাদেক সরদারের ছেলে শফিকুল ইসলাম তার গতিরোধ করে মুখে কাপড় চেপে ধরে পাশের পাটক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। রাতে বাড়িতে গিয়ে তিনি স্বজনদের কাছে বিষয়টি জানালে পরিবারের পক্ষ থেকে গত ৪ জুলাই রাতে বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানান। এ ঘটনায় ভিকটিমের বাড়িতে সালিসি বৈঠক হয়। ভিকটিমের পরিবারের কাছে সালিসের সিদ্ধান্ত মনঃপুত না হওয়ায় গত ৫ জুলাই শফিকুল ইসলামের বিরুদ্ধে ওই মেয়ের বাবা কেশবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। ৬ জুলাই থানা পুলিশ শফিকুল ইসলামকে গ্রেফতার করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, অভিযুক্ত শফিকুল ইসলাম বিবাহিত ও এক সন্তানের জনক।
এ বিষয়ে বিদ্যানন্দকাটি ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, গত ৪ জুলাই ঘটনাটি জানতে পেরে ওই পরিবারকে থানার সহযোগিতা নিতে বলা হয়।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেফতার করে শুক্রবার যশোর আদালতে সোপর্দ করা হয়।
