কেশবপুর প্রতিনিধি
বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক কল্যাণ’র কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদকে হুমকি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে কেশবপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা সোমবার অনুষ্ঠিত হয়। সভায় এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। একই সাথে কেশবপুর যুবলীগের কর্মসূচির সংবাদ বয়কটসহ অনিয়ম দুর্নীতির সকল খবর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
প্রসঙ্গত, যশোর থেকে প্রকাশিত দৈনিক কল্যাণ পত্রিকায় ৩০ মার্চ ‘কেশবপুরে ৬ বছরেও হয়নি যুবলীগের কমিটি, পদপ্রত্যাশী নেতাকর্মীরা হতাশ’ শিরোনামে একটি সংবাদ যুবলীগের নেতাকর্মীদের বক্তব্যসহ প্রকাশ করা হয়। রিপোর্টটি জাতীয় দৈনিক আজকালের খবর, ভোরের ডাক ও খবর বাংলাদেশ পত্রিকায়ও প্রকাশিত হয়। রিপোর্টটি প্রকাশের ঘটনায় ক্ষিপ্ত হয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক বিশ্বাস শহীদুজ্জামান শহীদ তার নিজের ফেসবুক ওয়ালে ১ এপ্রিল শনিবার সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও হুমকি প্রদান করেন। এ ঘটনায় সোমবার কেশবপুর প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় আয়োজন করা হয়। সভায় প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্তীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে ও আব্দুল্লাহ আল ফুয়াদ, কোষাধ্যক্ষ শামসুর রহমান, দপ্তর সম্পাদক মশিয়ার রহমান, গ্রন্থাগার সম্পাদক মতিয়ার রহমান, কার্য নির্বাহী সদস্য মেহেদি হাসান জাহিদ, শাহিনুর রহমান, আব্দুর রাজ্জাক ও আব্দুল করিম। সভায় সর্বসম্মতিক্রমে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ যুবলীগের সংবাদ বয়কট এবং অনিয়ম দুর্নীতির সকল সংবাদ প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।