কেশবপুর পৌর প্রতিনিধি
স্থানীয় চেয়ারম্যানের নিষেধাজ্ঞা অমান্য করে পাকা প্রাচীর দিয়ে তিন পুরুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে শুকুর আলী গাজী নামে এক প্রভাবশালী ব্যক্তি। ফলে ১৫টি পরিবার গত ৩ দিন ধরে অবরুদ্ধ জীবন যাপন করছে। এই ঘটনা ঘটেছে উপজেলার সীমান্তবর্তি এলাকা সানতলা গ্রামে।
সানতলা গ্রামের নওয়াব আলী গাজী ও তার ৪ ছেলে রবিউল, কামরুল, যায়দুল ও আবুল হোসেন, প্রতিবেশী রফিকুল, মনোয়ারা বেগম, আনসার গাজী, সিদ্দিক গাজী, ইদ্রিস ও বাহাদুর গাজীসহ প্রায় ১৫টি পরিবারের লোকজন অভিযোগ করে বলেন, প্রায় ৩ পুরুষ ধরে এই রাস্তা দিয়ে আমরাসহ গ্রামের অনেকই যাতায়াত করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে শুকুর আলী গাজী প্রভাব খাটিয়ে তার জমির উপর দিয়ে যাতায়াতে বাঁধা সৃষ্টি করে এবং বিদ্যুতের পিলার বসানোর পরও ৬টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ পেতে বাঁধা দিচ্ছে।
বিদ্যুৎ সংযোগের সুব্যবস্থা ও ৩ পুরুষের যাতায়াতের রাস্তা উদ্ধারে কোন উপয়ান্তর না পেয়ে অবশেষে ১৫টি পরিবারের পক্ষে রবিউল ইসলাম শুকুর আলী ও তার সহযোগী আতাউল শিকদারকে অভিযুক্ত করে গত ২৬ অক্টোবর ৮নং সুফলাকাটি ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন। অভিযোগ গ্রহণের প্রায় এক সপ্তাহ পর চেয়ারম্যান ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি শুকুর আলী গাজীকে রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করতে নিষেধ করলেও তা অম্যান্য করে শুকুর আলী গত ২৯ ডিসেম্বর প্রাচীর নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেয়। এতে করে এক প্রকার অবরুদ্ধ জীবনযাপনসহ আগান-বাগান দিয়ে ঝুঁকি নিয়ে তাদের কোমলমতি বচ্চাদের স্কুলে যাওয়া-আসা করছে ওই পরিবারের সদস্যরা।
এ ব্যাপারে শুকুর আলী গাজী বলেন, এখান দিয়ে কোন রাস্তা ছিল না। তাছাড়া আমি কারো জমিতে নয়, আমার জমিতে আমি প্রাচীর করেছি।
৮নং সুফলাকাটি ইউনিয়ন চেয়ারম্যান এসএম মুনজুর রহমান বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শুকুর গাজীকে রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ করতে নিষেধ করা হলেও সে গায়ের জোরে রাস্তা বন্ধ করেছে। রাস্তা পুনঃউদ্ধারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: যশোর জেনারেল হাসপাতালে প্রতিদিন গড়ে ভর্তি হচ্ছে শতাধিক রোগ