কেশবপুর প্রতিনিধি
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মঙ্গলবার কেশবপুরে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩ নং এলাকার পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ দেয়াল ঘড়ি প্রতীকে ৭৪৯ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মঞ্জুরুল আহসান বৈদ্যুতিক বাল্ব প্রতীকে পেয়েছেন মাত্র ৫০ ভোট। কেশবপুর উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা নিয়ে যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ৩ নং এলাকা গঠিত।
মঙ্গলবার সকাল ১০টা হতে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশন প্রধান ছিলেন বিআরইবি’র উপ পরিচালক (প্রশাসন) রাশেদ নিজাম, নির্বাচন কমিশন সদস্য ছিলেন জাহাঙ্গীর আলম ও সুযয় কুমার পাল ও মণিরামপুরের এজিএম (এমএস) রাম কুমার ঘোষ।
আরও পড়ুন: যশোর যুবলীগের সম্মেলন কবে?