কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২ দিনব্যাপি ৩০ জন কৃষকের প্রশিক্ষণ শেষে ৪ ধরনের কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে খুলনা, বাগেরহাট , সাতক্ষীরা গোপালগঞ্জ ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২ দিনব্যাপি মাঠ পর্যায়ের কৃষক প্রশিক্ষণে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনাঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ফজলুল হক, খুলনা জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ হাফিজুর রহমান ও উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান রাব্বী।
বুধবার প্রশিক্ষণ শেষে উপজেলার ৭ ইউনিয়নের কৃষক সংগঠনের সভাপতি ও সেক্রেটারিকে একটি ফুটপাম্প, ২ টি হ্যান্ড স্প্রে, ৩ টি কাটিং নাইফ ও ৩ টি বুষ কাটা বিতরণ করা হয়। এছাড়া কৃষক পর্যায়ে উন্নমানের ডাল, মসলা, তৈল উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় উপজেলার কুশোডাঙ্গা গ্রামে সরিষার মাঠ দিবসে অংশ নেন কৃষি কর্মকর্তারা। উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, প্রশিক্ষণে অংশ নেয়া উপকূলীয় এলাকার কৃষকদের লবণ সহিষ্ণু ধানসহ অন্যান্য ফসলের উপর প্রশিক্ষণ দেয়া হয়।