কয়রা (খুলনা) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় টিকে থাকতে লবণ পানি অপসারনের দাবী জানিয়েছেন দক্ষিণ বেদকাশি ইউনিয়নের সকল স্তরের জনগণ।
২৩ ফেব্রুয়ারি সকাল ১১ টায় কয়রা লিডার্স এর সহযোগিতায়, কয়রা উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম, উপজেলা যুব ফোরাম, দক্ষিণ বেদকাশি ইউনিয়ন জলবায়ু সহনশীল ফোরাম এবং সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলন আয়োজনে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জলবায়ু ফোরামের নির্বাহী সদস্য নিলীমা চক্রবর্তীর সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ বেদকাশি ইউপি চেয়ারম্যান আছের আলী মোড়ল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্যানেল চেয়ারম্যান আব্দুস সালাম খান, লিডার্সের এ্যাডভোকেসি অফিসার পরিতোষ কুমার বৈদ্য, জলবায়ু ফোরামের শাহআলম, সুন্দরবন সিদ্দিকিয়া মাদ্রাসার সুপার আ. মাজেদ, শিক্ষক মতিউর রহমান, ওমর আলী দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল, নিমাই চন্দ্র মিস্ত্রী, নাগরিক সমাজের প্রতিনিধি জাফর মোল্যা, বাজার কমিটির সভাপতি রাধাপদ মন্ডল, লিডার্সের সিনিয়র ফিল্ড ফ্যাসিলেটেটর মাধাই চন্দ্র, আর জি দলের সভাপতি মুকুল বিশ্বাস প্রমুখ।