ঢাকা অফিস
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ (VVIP) হিসেবে ঘোষণা করেছে সরকার। এর মাধ্যমে তার নিরাপত্তার দায়িত্ব স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) গ্রহণের আইনি সুযোগ সৃষ্টি হয়েছে।
সোমবার রাতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১-এর ধারা ২(ক) অনুযায়ী খালেদা জিয়াকে VVIP মর্যাদা দেওয়া হয়েছে। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে।
হাসপাতালে এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন
খালেদা জিয়া গত এক সপ্তাহ ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক ও দলীয় নেতাদের বরাত দিয়ে জানানো হয়েছে, তার অবস্থা সংকটাপন্ন।
চিকিৎসায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা যুক্ত
সোমবার রাতে চীন থেকে পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করতে দেখা গেছে। বিএনপি নেতারা জানান, চীন ও সিঙ্গাপুর থেকে আরও চিকিৎসক মঙ্গলবার ঢাকায় আসবেন।
এ ছাড়া ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকেও জ্যেষ্ঠ চিকিৎসকরা এভারকেয়ার হাসপাতালে তার চিকিৎসায় মতামত দিয়েছেন।
বিএনপির জরুরি বৈঠক
খালেদা জিয়ার শারীরিক অবনতি ঘিরে সোমবার রাত ৯টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সভায় খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও করণীয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
