নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে যশোরের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে স্তব্ধতা, আবেগ ও বেদনাবিধুর পরিবেশ। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এই শোকে বাকরুদ্ধ হয়ে পড়েন।
মৃত্যু সংবাদ পাওয়ার পর যশোর জেলা বিএনপি কার্যালয়সহ জেলার বিভিন্ন উপজেলা ও থানা পর্যায়ের দলীয় কার্যালয়ে শোকের আবহ সৃষ্টি হয়। অনেক নেতাকর্মী কান্নায় ভেঙে পড়েন। জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা পৃথক শোকবার্তায় বলেন, দেশের রাজনীতি আজ একজন অভিভাবককে হারাল। গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
যশোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক আপসহীন নেত্রী। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা ইতিহাসে অনন্য। একজন গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর উত্থান নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এদিকে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের মতো যশোরেও দলীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীদের ভিড় জমে ওঠে। সেখানে দলীয় নেতাদের পাশাপাশি শোকাহত সাধারণ মানুষও উপস্থিত হন। জেলা বিএনপি কার্যালয়ে শুরু হয় আনুষ্ঠানিক শোক কর্মসূচি। কোরআন খতমের আয়োজন করা হয় এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন দলীয় ও কালো পতাকা উত্তোলন করেন। পরে শোক বই খোলা হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেন এবং শোক বইয়ে স্বাক্ষর করেন। দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষও শোক বইয়ে স্বাক্ষরের মাধ্যমে তাদের গভীর শোক প্রকাশ করেন।
শোকাহত যশোরবাসী যার যার অবস্থান থেকে আপোষহীন দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় প্রার্থনা করেন।
