নিজস্ব প্রতিবেদক
আগামী ২০ জুলাই খুলনা মহানগরে ‘তারুণ্যের জয়যাত্রা’ বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে যশোরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে যশোর আওয়ামী লীগের কার্যালয়ে শহর ও সদর উপজেলা যুবলীগের উদ্যোগে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অশোক কুমার বোস।
শহর যুবলীগের আহ্বায়ক মাহমুদুল হাসান মিলুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যশোর যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মঈনুদ্দীন মিঠু, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিপ্লব কুমার রায়, কার্যনির্বাহী সদস্য জাহিদুর রহমান লাবু, সদর উপজেলার যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুজ্জামান শহিদ, সাবেক সাধারণ সম্পাদক হাদিউজ্জামান চিমা, নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আল মাহমুদ, ফতেপুর ইউনিয়ন যুবলীগের বিএম মনিরুজ্জামান মনির, রামনগর ইউনিয়নের আহ্বায়ক হুমায়ন কবির, দেয়াড়া ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মোফা, আরবপুর ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মীর ফিরোজ প্রমুখ।