এইচ এম সাগর (হিরামন), খুলনা ব্যুরো: খুলনার বটিয়াঘাটা, দাকোপ ও পাইকগাছা উপজেলার গ্রামাঞ্চল জুড়ে পানির জন্য হাহাকার শুরু হয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে পুকুর-জলাশয় খালগুলোয় পানি সংকট। দীর্ঘ সময় ধরে নলকূপ চেপে শরীরের ঘাম ঝরলেও উঠছে না পানি।
পানির স্তর নিচে নেমে যাওয়ার কারণে নলকূপ থেকে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। অনেক সময় নলকূপের ভেতরে পানি দিয়ে চেপে চেপে পানি তুলতে হচ্ছে। অনেকে নিজ উদ্যোগে পার্শ্ববর্তী উপজেলা ডুমুরিয়া ও পাইকগাছা থেকে ২০-২৫ লিটার পানি ৩০ টাকা দরে পানি কিনে খাচ্ছেন। আবার কেউ কেউ পুকুরের পানি বাড়িতে রেখে সেগুলো রান্নার কাজে ব্যবহার করছে।
আর এসব কারণেই প্রতি বাড়িতে পানিবাহিত রোগ লেগেই রয়েছে। বেড়েছে ডায়রিয়াসহ নানাবিধ রোগের আশংকা দেখা দিয়েছে। পানি নিতে গিয়ে হাতাহাতি হওয়ার ঘটনাও ঘটে।
গভীর রাতে এসে লাইনে দাঁড়াতে হয় পানির জন্য।
ড. জাকির হোসেন ও কাজী মোতাহার রহমান বাবু বলেন,পানির এই সমস্যা অচিরেই সমাধান হওয়া জরুরি দরকার। তারা এই নিরসনের আহবান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।