নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর
যশোরের মণিরামপুরে মাদক কারবারের অভিযোগে হাবিবুর রহমান হাবি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার হেলাঞ্চি গ্রাম থেকে পুলিশ তাকে আটক করে। এ সময় পুলিশ হাবিবুরের কাছে থাকা ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির দুই লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করেছে বলে দাবি করেছে ডিবি। হাবিবুর রহমান ওই গ্রামের আমির আলী বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় খেদাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আলিম জিন্নাহর ভাই।
ডিবির উপপরিদর্শক (এসআই) রাজেশ দাস বলেন, মঙ্গলবার দুপুরে ইয়াবা বিক্রির উদ্দেশে বাড়ির সামনে অবস্থান করছিলেন হাবিবুর রহমান। এমন গোপন সংবাদের ভিত্তিকে আমরা তাকে আটক করি। এ সময় হাবিবুরের হেফাজতে থাকা ৫০০ পিস ইয়াবা ও মাদক বিক্রির দুই লাখ ৬৬ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এসআই রাজেশ আরো বলেন, এই ঘটনায় বিকেলে মণিরামপুর থানায় মামলা দিয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মণিরামপুর থানার ওসি এবিএম মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।