নিজস্ব প্রতিবেদক
যশোরে দ্রুতগতির একটি প্রাইভেটকারের সঙ্গে গাছের ধাক্কায় নারীসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ মে) ভোর রাত ৩টার দিকে শহরতলীর খোলাডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ওই গ্রামের নুরুল রহমান খানের মেয়ে আসমিনা আক্তার রিমা (৩০) এবং অপর নিহত আব্দুল কাদের রিজভী (২৭) খুলনা ডুমুরিয়ার সবনা পশ্চিমপাড়ার হাবিবুর রহমানের ছেলে। খুলনা মেডিকেলে মৃত্যু হয়েছে তার। তিনি যশোরে চাকরির সুবাদে সদরের ধর্মতলায় ভাড়া বাসায় থাকতেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তারা খুলনা মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, রাতে ছুটিপুর আঞ্চলিক সড়কের শহরতলীর খোলাডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারটি স্বজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আসমিনা আক্তার রিমা যান। আহত হন প্রাইভেটকারে থাকা অপর তিনজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। সেখান থেকে খুলনা মেডিকেল কলেজে আহতদের স্থানান্তর করা হলে সেখানে মারা যান আব্দুল কাদের রিজভী।
যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। ভোর রাত আনুমানিক ৩টার দিকে খবর পায় পুলিশ।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আহসান কবির বাপ্পি বলেন, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই মারা যান তাসমিনা আক্তার রিমা। অপর তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেলে রেফার্ড করেন তিনি। সেখানে আরও একজনের মৃত হয়েছে বলে জানা গেছে।