বিনোদন ডেস্ক: চমক দেখাল ‘আরআরআর’। ৮০তম গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়নের তালিকায় সেরা সিনেমা ও সেরা মৌলিক গানে নাম রয়েছে চলচ্চিত্রটির। ইংরেজি ভাষার বাইরে সেরা সিনেমার তালিকায় ‘আরআরআর’-এর প্রতিযোগী ‘অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট’, ‘আর্জেন্টিনা ১৯৮৫’, ‘ক্লোজ অ্যান্ড ডিশিসন টু লিভ’। ‘আরআরআর’-এর ‘নাটু নাটু’ গানটি সেরা মৌলিক গানের তালিকায় মনোনীত হয়েছে।
সেরা পাঁচ মৌলিক গানের তালিকায় ‘নাটু নাটু’ ছাড়াও আছে ‘লিফট মি আপ’, ‘হোল্ড মাই হ্যান্ড’, ‘ক্যারোলাইনা’ ও ‘চাও পাপা’। গত মার্চে মুক্তির পর ভারতসহ সারা বিশ্বে বক্স অফিসে ১,২০০ কোটি রুপির বেশি আয় করেছে আরআরআর। গত ২০ মে নেটফ্লিক্সে সিনেমাটির হিন্দি সংস্করণ মুক্তি পায়। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রামচরণ ও জুনিয়র এনটিআর।
আরও পড়ুন: তারের জটলায় জীবন ঝুঁকিপূর্ণ