আন্তর্জাতিক ডেস্ক
নিজের সদ্যোজাত শিশুসন্তানকে ভবনের চারতলা থেকে ফেলে হত্যা করেছেন এক তরুণী। সোমবার (৯ জানুয়ারি) ভারতের পূর্ব দিল্লির নিউ অশোকনগরে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, ২০ বছর বয়সী অভিযুক্ত ওই তরুণী পুলিশকে জানিয়েছেন, তিনি অবিবাহিত হওয়ায় কলঙ্কের ভয়ে নিজের সন্তানকে খুন করেছেন।
প্রতিবেদনে আরো জানানো হয়ে, নিউ অশোকনগরের ‘জয় অম্বে’ আবাসনের কয়েকজন নারী ঠান্ডায় আগুন পোহাচ্ছিলেন। হঠাৎ তারা ওপর থেকে কিছু একটা নিচে পড়ার আওয়াজ পান। পরে কান্নার শব্দ পেয়ে সেখানে গিয়ে তারা দেখতে পান, একটি সদ্যোজাত শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
দ্রুত ওই নবজাতককে নয়ডার মেট্রো হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ সদ্যোজাতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে পাঠায়।
এদিকে অভিযুক্ত মা বর্তমানে হাসপাতলে ভর্তি আছেন। হাসপাতাল থেকে ছাড়া পেলে পুলিশ তাকে গ্রেফতার করবে। পুলিশ জানিয়েছে, শিশু হত্যার ঘটনায় আবাসনের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
