রাজগঞ্জ প্রতিনিধি: শনিবার বিকেলে মণিরামপুর উপজেলার রাজগঞ্জ চালুুয়াহাটি ইউনিয়ন পরিষদের হলরুমে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৪ নভেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে চালুুয়াহাটি ইউনিয়ন যুবলীগ ও সহযোগী সংগঠনের উদ্যগে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন পরিষদ হলরুমে যুবলীগ সভাপতি ইমরান খান পান্নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার। বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আব্দুল কুদ্দুস, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সম আলাউদ্দিন।
উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মিঠু, আতিয়ার রহমান আতস, যুবলীগ নেতা কবির হোসেন, শহিদুল ইসলাম, ডাক্তার ইকবাল হোসেন, মনিরুজ্জামান মনি, জুয়েল, আব্দুল হালিমসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।