নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছায় জমি সংক্রান্ত বিরোধে শনিবার দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। আহতরা হলেন, উপজেলা ফুলসারার চান্দাহার পাড়ার অলিয়ার রহমান (৪০), অপরপক্ষ একই এলাকার সেলিনা বেগম (২৫) ও হাসিনা বেগম (৩০)। তারা যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।
আহতরা জানান, জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে অলিয়ারকে ছুরিকাঘাত করে প্রতিপক্ষরা। বিষয়টি জানাজানি হলে তার পরিবারের লোকজন সেলিনা ও হাসিনাকে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এতে তাদের মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহ আলী হাসান জানান, তাদের মধ্যে সেলিনা ও হাসিনার অবস্থা আশংকাজনক। তাদের প্রচুর রক্তক্ষরণ হয়েছে।