কপিলমুনি প্রতিনিধি: খুলনার কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালীতে পূর্ব শত্রুতার জেরে মারপিটে একই পরিবারের ৩ জনসহ দু’পক্ষের ৫ জন আহত হয়েছেন। দীর্ঘদিন ধরে চলা জমির বিরোধে দু’পক্ষের মধ্যে সোমবার সকালে হরিঢালী ইউনিয়নের হরিদাশকাটিতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষ থানায় পাল্টাপাল্টি ভাবে অভিযোগ করেছেন।
স্থানীয় বাসুদেব ভট্টাচার্য ও লক্ষীকান্ত ভট্টাচার্য পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে লক্ষীকান্ত আদালতে ১৪৪ ধারা মামলা করলে আদালতে স্থিতিবস্থা জারি করেন। সোমবার সোমবার সকালে হরিদাশকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে বাড়ি ফেরার সময় প্রতিপক্ষ লক্ষীকান্তর বাড়ির কাছে পৌঁছাতেই তার ছেলে বাবু ভট্টাচার্য তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। মারপিটের খবর পেয়ে স্ত্রী রুপা ভট্টাচার্য (৫০) ও ছেলে সৌরভ (১৭) ঠেকাতে আসলে তাদেরকেও মারপিটে জখম করা হয়। অন্যদিকে লক্ষীকান্ত ভট্টাচার্য অভিযোগ করে জানান, বাসুদেব গং তাকে ও তার স্ত্রীকে মারপিটে জখম করেছে। আহতরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। এ বিষয়ে ওসি জিয়াউর রহমান বলেন, জমির বিরোধে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ হয়েছে।
আরও পড়ুন: লাভজনক কৃষি ব্যবস্থা গড়ে তুলতে চেষ্টা করছি : কৃষিমন্ত্রী