নিজস্ব প্রতিবেদক
‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’ এই স্লোগানকে সামনে রেখে যশোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিআরটিএ যশোর সার্কেল এবং সড়ক বিভাগ যৌথ আয়োজনে র্যালি, হেলমেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। যেখানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা ও হেলমেট বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
বিআরটিএ যশোরের সহকারী পরিচালক এ এস এম ওয়াজেদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া এবং বিআরটিএর মোটরযান পরিদর্শক অনিমেশ পাল, অফিস সহকারী স্বপন পাল প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা জাতীয় নিরাপদ সড়ক দিবসের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সেফটি সরঞ্জাম, যেমন মানসম্মত হেলমেট এবং সিটবেল্ট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তারা। অনুষ্ঠানে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে উপস্থিত অতিথিরা ৫০ জন মোটর সাইকেল আরোহীদের মধ্যে হেলমেট বিতরণ করেন।
