নিজস্ব প্রতিবেদক
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ (২৮ মে-৩ জুন) উপলক্ষে রোববার সকালে জয়তী সোসাইটির সভাকক্ষে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সিভিল সার্জন যশোর এর বাস্তবায়নে এবং জয়তী সোসাইটির তত্ত্বাবধানে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন অফিসের এমওসিএস ডা. মো. রেহেনেওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রসূতি, স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জন ডা. হাবিবা সিদ্দিকা ফোয়ারা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ^াস। উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা সেনেটারী ইন্সপেক্টর নাজনীন নাহার। আরো উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার ৪০ জন মা।