নিজস্ব প্রতিবেদক
জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে ১ শতাংশ বরাদ্দের দাবিতে যশোরে মানববন্ধন হয়েছে। শুক্রবার শহরের দড়াটানা ভৈরব চত্বরে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই কর্মসূচির আয়োজন করে। এসময় সভাপতিত্ব করেন জোটের সহসভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল। বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হারুন অর রশিদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহামুদ হাসান বুলু ও অ্যাড. আমিরুর রহমান হিরু। সঞ্চালনা করেন জোটের সাধারণ সম্পাদক সানায়ার আলম খান দুলু। বিকেল সাড়ে চারটা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সাংস্কৃতিক নেতৃবৃন্দসহ সাধারণ পথচারীরাও হাতে হাত ধরে অংশ নেয়। সাংস্কৃতিক সংগঠনগুলো নিজ নিজ সংগঠনের ব্যানারসহ মানববন্ধনে অংশ নেয়।
জাতীয় বাজেটে সংস্কৃতি খাতে ১ শতাংশ বরাদ্দের দাবিতে যশোরে মানববন্ধন
৫৪ Views