নিজস্ব প্রতিবেদক :
৫১তম শীতকালীন জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতার যশোর সদর উপজেলা পর্যায়ের খেলা সম্পন্ন হয়েছে। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে সমাপনী দিনে উপশহর কেন্দ্রীয় ক্রীড়া উদ্যানে অ্যাথলেটিকস প্রতিযোগিতার পাশাপাশি বালক ক্রিকেটের অসমাপ্ত ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া এদিন এর আগে সম্পন্ন হওয়া বিভিন্ন দলগত ও একক ইভেন্টের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা। দলগত ও একক ইভেন্টে চ্যাম্পিয়ন ও অ্যাথলেটিকস প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে বলে আয়োজক সূত্র থেকে জানানো হয়েছে।
সদর উপজেলা পর্যায়ে বালক ক্রিকেটে নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউট, বালিকা ক্রিকেটে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। বালক ভলিবলে মুন্সী মেহেরুল্লাহ মাধ্যমিক বিদ্যালয় ও বালিকা বিভাগে যশোর আদর্শ বালিকা বিদ্যালয় জেলা পর্যায় খেলার যোগ্যতা অর্জন করেছে।
বালক বাস্কেটবলে মুসলিম একাডেমি ও বালিকা বিভাগে প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বালক হকিতে যশোর জিলা স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
ব্যাডমিন্টন বালক দ্বৈততে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ইশরাক রহমান-মিকাইল মাহমুদ জুটি, বালিকা বিভাগে সেবা সংঘ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যাথেনা মাধুর্য বিশ্বাস-মার্গারেট মুগ্ধ বিশ্বাস জুটি, বালক এককে ঈদগাহ বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিটিউটের আরিয়ান হাবিব অন্তু ও বালিকা এককে সেবা সংঘ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যাথেনা মাধুর্য বিশ্বাস চ্যাম্পিয়ন হয়েছে।
টেবিল টেনিস বালক দ্বৈত বিভাগে যশোর জিলা স্কুলের অর্পন দাস-বখতিয়ার গালিব জুটি, বালিকা বিভাগে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হৃদিকা রহমান ফারিন-সুমাইয়া হাসান জুটি এবং বালক এককে যশোর জিলা স্কুলের অর্পন দাস ও বালিকা এককে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হৃদিকা রহমান ফারিন শীর্ষস্থান দখল করেন।
অ্যাথলেটিকস প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ১০০ মিটার ¯িপ্রন্টে বালক বড় বিভাগে বিএএফ শাহীন স্কুল এন্ড কলেজে শিক্ষার্থী মুবিন হোসেন সায়েম প্রথম ও একই শিক্ষা প্রতিষ্ঠানের শাহারিয়ার জিম দ্বিতীয় হয়েছেন। মধ্যম গ্রুপে ঈদগাহ বাদশাহ ফয়সাল ইসলামী ইন্সটিটিউটের রাকিব হোসেন প্রথম ও দ্বিতীয় হয়েছেন একই প্রতিষ্ঠানের কাউসার। বালিকা বড় গ্রুপে প্রগতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ঝুমুর ইয়াসমিন ও নিউটাউন বালিকা বিদ্যালয়ের অর্পিতা কুন্ডু যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছেন। বালিকা ছোট গ্রুপে শাখারীগাতি এম এল মাধ্যমিক বিদ্যালয়ের সাদিয়া আফরিন রাকা প্রথম ও মুসলিম একাডেমি স্কুলের আমেনা খাতুন দ্বিতীয় হয়েছেন।
প্রতিযোগিতা শেষে জেলা শিক্ষা কর্মকর্তা একেএম গোলাম আযম বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আরা মিলি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির সদর উপজেলার সহকারী সম্পাদক তৌহিদুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন ক্রীড়া সংগঠক নিবাস হালদার।