নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টি যশোর শাখা থেকে কামরুজ্জামান ওরফে পিন্টু সর্দার পদত্যাগ করেছেন। শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এ তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আমি কামরুজ্জামান (পিন্টু সর্দার) রেলগেট চোরমারা দিঘির পাড়ের বাসিন্দা। বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল জাতীয় পার্টিও সকল কার্যক্রম থেকে ও পদ থেকে পদত্যাগ করছি। পারিবারিক ও ব্যবসায়ী ব্যস্ততার কারণে এই সিদ্ধান্ত গ্রহণ করলাম। এতে কারো কোন প্ররোচনা নেই।
