ক্রীড়া ডেস্ক
বেশ কয়েকমাস ধরেই ব্যাট হাতে খুব একটা ভালো সময় পার করছেন না ইয়াসির আলি রাব্বি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে ব্যাট হাতে দলের জয়ে ভূমিকা রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। কখনো সফল হলেও ব্যর্থতার মুখই বেশি দেখেছেন।
এ অবস্থায় জীবন গোলাপ ফুলের মতো নয় বলে দাবি করছেন রাব্বি। শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ব্যাট হাতে ৩১ রান করেও দলকে জেতাতে পারেননি তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসলে তার কাছে জানতে চাওয়া হয় খারাপ সময় কিভাবে পার করেন।
আরও পড়ুন: আম্পায়ারের সঙ্গে বিতর্ক, জরিমানা গুনলেন সোহান
জবাবে রাব্বি বলেন, ‘ভেঙে পড়িনি। কষ্ট তো লাগে সব সময়। খারাপ তো লাগে যখন খারাপ খেলি। ভেঙে পড়ার মতো কিছু হলে তো জীবন চলবে না। ওরকম কিছু না। লাইফ ইজ নট এ বেড অব রোজেস। খারাপ সময় আসবে, খারাপ সময় উতরাতে হবে।’
এরপর খুলনা টাইগার্সের অধিনায়ক বলেন, ‘আমার চেয়ে বেশি খারাপ সময় আরো অনেকের গিয়েছে, তাদের সঙ্গে কথা বলি। নিজের ইতিবাচক জায়গা রাখার চেষ্টা করি। এটা শিক্ষা কীভাবে খারাপ সময়ে থাকতে হয়, খারাপ সময় কীভাবে নিজেকে ধরে রাখতে হয়, কী কাজ করতে হয় না করতে হয়।’
রাব্বির ১৯ বলে ৩০ রানের পরও খুলনা হেরেছে ৪ রানে। ম্যাচ জিততে শেষ বলে দরকার ছিল ৬ রান। এ বিষয়ে ইয়াসির বলেন, ‘ম্যাচ জিততে এক বলে ছয় রান লাগে। তার পরিকল্পনা আমি জানতাম, সে ব্লকে করবে। ওখানে তো এক্সিকিউট করা কঠিন সব সময়। একটু যদি এদিক-সেদিক হয়। আমি হিট করতে পারবো।’
আরও পড়ুন: শুটিংয়ে কলির ইতিহাস