নিজস্ব প্রতিবেদক: চলো চলো যশোর চলো, শেখ হাসিনার সমাবেশ সফল করো এই স্লোগানকে সামনে রেখে ঝিকরগাছা পৌর সদরের ৫ নং ওয়ার্ডের কীর্তিপুর হঠাৎপাড়া গ্রামে প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মতবিনিময় সভা ও প্রধানমন্ত্রীর উন্নয়নের লিফলেট বিতরণ করা হয়েছে।
এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, ৮৬, যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজের সভাপতি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের ঝিকরগাছা উপজেলার আহবায়ক গিলবার্ট নির্মল বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন, ঝিকরগাছা উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজল রায়হান, বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ ঝিকরগাছা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক বাবুল আক্তার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, ঝিকরগাছা পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আলিমুল মৃধা, সদস্য তৌহিদুর রহমান বিপ্লব, ঝিকরগাছা সদর ইউনিয়ন যুবলীগের আহব্বায়ক শাহিন কবির, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব মিনাল দত্ত, গঙ্গানন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য শফিকুল ইসলাম, ঝিকরগাছা তাতীলীগের যুগ্ম সম্পাদক মন্টু হোসেন, পানিসারা ইউনিয়ন যুবলীগ নেতা ইয়াসিন আলী, সবুজ হোসেন, যুবলীগ নেতা মাসুদ, জনি হোসেন, ছাত্রলীগ নেতা পিয়াস সহ আরো অনেকে।
আরও পড়ুন: দুই দশকের শিরোপা খরা কাটবে ব্রাজিলের?